কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহজিবাজারে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার বাগানের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে। লোকবলের অভাব, মান্ধাতা আমলের রাবার উৎপাদন পদ্ধতি, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, কতিপয় রাবার বাগান কর্মচারীর যোগসাজশে রাবার গাছ চুরি এবং রাবার বাগান এলাকা থেকে বালু উত্তোলনসহ নানা কারণে প্রতিবছরই লোকসান গুনছে প্রতিষ্ঠানটি।
২শ ৪০ একরের এ রাবার বাগানে শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৩শ ৫৩ জন। ১৯৮০ সালে মালয়েশিয়া থেকে আরআরআইএম ৬শ জাতের রাবার এনে গ্রাফটিং নার্সারি করে এ বাগান সৃজন করা হয়েছিল। প্রয়োজন শেষে নার্সারির আর খবর রাখেনি কর্তৃপক্ষ।
শাহজিবাজার রাবার বাগান ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব জানান, বর্তমান অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এ বাগান থাকবে না। তিনি বলেন, শাহজিবাজার রাবার বাগানের অধিকাংশ রাবার গাছ জীবনচক্র হারানো। ফলে গাছ থেকে কষ পাওয়া যাচ্ছে না। রাবার ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর আমদানী শুল্ক কম থাকায় বিদেশ থেকে রাবার আমদানী করায় দেশে উত্পাদিত রাবার বিক্রি হচ্ছে না।
রাবার বাগানে সরকারি কোনো ভর্তুকি বা সহায়তা পাওয়া যায় না; কিন্তু সরকারি নিয়মে বর্ধিত হারে শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে হচ্ছে। শাহজিবাজার রাবার বাগানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে প্রথমেই বিদেশ থেকে রাবার আমদানী, উন্নত জাতের রাবার চারা আমদানী করে নতুন বাগান সৃজন, লোকবল বাড়ানোসহ রাবার উত্পাদনে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন বলেও ব্যবস্থাপক জানান। শাহজিবাজার রাবার বাগানের এ অবস্থা কাটাতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সুত্রঃ কৃপ্র/এম ইসলাম