কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৯৮ হাজার ৪শ ৬২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত জমির মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৮৬ হাজার ২৬ হেক্টর এবং হাইব্রিড জাতের ১২ হাজার ৪শ ৩৬ হেক্টর। সেই লক্ষ্যে নওগাঁ জেলার ১১টি উপজেলায় এখন চলছে বোরো ধান রোপনের মহোৎসব। মাঠে মাঠে তাঁদের জমিতে পানি সেচ, হালচাষ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা জমিতে রোপনের কাজে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকরা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন ধার্যকৃত লক্ষমাত্রা অর্জনে জেলার কৃষকদের যাবতীয় পরামর্শ, ভালোজাতের বীজ এবং প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। উপজেলা ভিত্তিক বোরো চাষের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৫শ ৯৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৩ হাজার ২শ হেক্টর মোট ১৭ হাজার ৭শ ৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় উফশী জাতের ১৯ হাজার হেক্টর ও হাইব্রিড জাতের ৪শ ১০ হেক্টর মোট ১৯ হাজার ৪শ ১০ হেক্টর, আত্রাই উপজেলায় উফশী জাতের ১৬ হাজার ৪শ হেক্টর ও হাইব্রিড জাতের ৩ হাজার ৩শ ২৬ হেক্টর, বদলগাছি উপজেলায় উফশী জাতের ১২ হাজার ৮শ ২০ হেক্টর ও হাইব্রিড জাতের ২শ ৯০ হেক্টর মোট ১৩ হাজার ১শ ১০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ২৬ হাজার ৬শ হেক্টর ও হাইব্রিড জাতের ৫শ ৭০ হেক্টর মোট ২৭ হাজার ১শ ৭০ হেক্টর, পতœীতলা উপজেলায় উফশী জাতের ২২ হাজার ৫শ হেক্টর ও হাইব্রিড জাতের ১৫০ হেক্টর মোট ২২ হাজার ৬শ ৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১৭ হাজার ১শ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৪শ ২০ হেক্টর মোট ১৮ হাজার ৫শ ২০ হেক্টর, সাপাহার উপজেলায় উফশী জাতের ৭ হাজার ৭০ হেক্টর ও হাইব্রিড জাতের ৫০ হেক্টর মোট ৭ হাজার ১শ ২০ হেক্টর, পোরশা উপজেলায় উফশী জাতের ৭ হাজার ২শ ২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার ৬শ ৭০ হেক্টর মোট ৮ হাজার ৮শ ৯৫ হেক্টর, মান্দা উপজেলায় উফশী জাতের ২০ হাজার ৭শ ও হাইব্রিড জাতের ১ হাজার ২শ ৫০ হেক্টর মোট ২১ হাজার ৯শ ৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ২২ হাজার ১৬ হেক্টর ও হাইব্রিড জাতের ১শ হেক্টর মোট ২২ হাজার ১শ ১৬ হেক্টর।
উল্লেখিত পরিমান জমি থেকে এ বছর ৭ লাখ ৭৭ হাজার ১শ ৩১ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। এর মধ্যে ৭ লাখ ১৮ হাজার ৫০ মেট্রিক টন উফশী জাতের এবং ৫৯ হাজার ৭১ মেট্রিক টন হাইব্রিড জাতের।
চলতি বছর জেলায় ৯ হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী করা হয়েছে। এর মধ্যে উফশী জাতের ৯ হাজার ১শ ৩০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৫শ ২৫ হেক্টর।
জেলায় উফশী জাতের মধ্যে উল্লেখযোগ্য চাষকৃত ধান হচ্ছে জিরাশাইল এবং ব্রিধান-২৮। হাইব্রিড জাতের মধ্যে উল্লেখযোগ্য ধান হচ্ছে হিরামন এবং হিরা-২ ।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম