কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে রংপুরাঞ্চলে হ্রাস পেতে শুরু করেছে তামাকের চাষ। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) এর সূত্র অনুযায়ী, তামাক প্রতিষ্ঠানগুলো তামাক উৎপাদনে আগের তুলনায় চাষিদের কম দাম ও প্রণোদনা দেওয়ায় এখন তারা আগের তুলনায় কম জমিতে তামাকের চাষ করছে।
ডিএই এর হার্টিকালচার বিশেষজ্ঞ খন্দকার মো. মেসবাউল ইসলাম জানান, তামাক চাষে সরকারের চলমান নিরুৎসাহিত করণ কর্মকান্ড অব্যাহত থাকার পরও অতিরিক্ত লাভের আশায় কিছু চাষি তামাক চাষ চালিয়ে যাচ্ছে।
ডিএই সূত্র মতে, রংপুরে ১১শ ৬৫ হেক্টর, গাইবান্ধায় ৯০ হেক্টর, লালমনিরহাটে ৯ হাজার ২শ ২০ হেক্টর, নীলফামারীতে ৩ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে তামাক চাষ করা হত।তবে ২০১৫-২০১৬ বর্ষে দেখা গেছে তামাকের চাষ হয়েছে ১৬ হাজার ৪শ ৭ হেক্টর জমিতে, অপরদিকে ২০১৪-২০১৫ বর্ষে এর পরিমান ছিল ১৮ হাজার ২শ ৬৫ হেক্টর। একইভাবে ২০১৩-২০১৪ বর্ষে ১৯ হাজার ৫৭ হেক্টর, ২০১২-২০১৩ বর্ষে ১৭ হাজার ৭ শ ৯৩ হেক্টর, ২০১১-২০১২ বর্ষে ১২ হাজার ৬শ ৬৫ হেক্টর, ২০১০-২০১১ বর্ষে ১৯ হাজার ৪০ হেক্টর, ২০০৯-২০১০ বর্ষে ৩৩ হাজার ৪৯ হেক্টর জমিতে তামাক চাষ করা হত।
আবহাওয়া অনুকূলে থাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভালো ফলনের আশায় চাষিরা তামাক চাষ শুরু করবে। তামাক চাষে নিরুৎসাহিত করণ সম্পর্কে ডিএই এর আঞ্চলিক অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, চাষিরা এখন গম, আখ, হাইব্রিড সরিষাসহ বিভিন্ন রবি ফসল চাষ করে ভালো মুনাফা অর্জন করতে পারে।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম