কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাহারি রঙিন ফুল হিসেবে জিনিয়া সারা বিশ্বে জনপ্রিয়। এ ফুলের আদিনিবাস মেক্সিকো। ইংরেজি নাম- Zinnia পরিবার- Compositae, উদ্ভিদতাত্তি্বক নাম-Zinnia elegans। এখন পর্যন্ত অন্তত ২০ প্রজাতির জিনিয়া ফুল শনাক্ত করা সম্ভব হয়েছে। মৌসুমি ফুলের মধ্যে এটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। বাহারি রং-রূপ ও লাবণ্যে অতুলনীয় এ ফুলের রয়েছে সাদা, হলুদ, লাল, বাদামি, বেগুনি, কমলা, সবুজ রং মিলিয়ে নানা রং ও বৈচিত্র্যতা।
এ ফুলের উৎপাদন মৌসুম মূলত শীতকাল হলেও প্রায় সারাবছর এর চাষ করা যায়। তবে শীত মৌসুমে ভালো মানসম্পন্ন ফুল উৎপাদিত হয়ে থাকে বিধায় শীত মৌসুমে এর আবাদ বেশি হয়ে থাকে। ক্ষুদ্রাকৃতি গাছের উচ্চতা গড়ে ৬০ থেকে ৭০ সেন্টিমিটার হয়ে থাকে, শাখা-প্রশাখা পরিমাণে কম হয়, পাতার আকার ছোট, রং ধূসর সবুজ এবং বেশ রুক্ষ। প্রায় প্রতি শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে। ফুল ঊর্ধ্বমুখী।
নমনীয় কোমল অসংখ্য পাপড়ির সমন্বয়ে সৃষ্ট জিনিয়া ফুলের, মধ্যে পরাগ অবস্থিত। ফুল গন্ধহীন। গাছে ফুটন্ত ফুল বেশ অনেক দিন পর্যন্ত সৌন্দর্য ধরে রাখতে সক্ষম এবং ফুলদানি সাজাতেও বেশ মানানসই ফুল। জিনিয়া ফুলের রং বৈচিত্র্য ও গঠন ডালিয়া ও চন্দ্রমলি্লকার সঙ্গে মিল আছে। বীজের মাধ্যমে এর বংশবিস্তার করা হয়। জুন মাসের মাঝামাঝি থেকে অক্টোবরে এ ফুলে বীজ বপন, টবে বা মূল জমিতে রোপণ এবং চারা উৎপাদনের উপযুক্ত সময়। রৌদ্রোজ্জ্বল সুনিষ্কাশিত উর্বর দোঅাঁশ মাটি এ ফুল উৎপাদনের জন্য বেশি উপযোগী। প্রয়োজনে সেচ দিতে হবে এবং পানি নিকাশের উত্তম ব্যবস্থা রাখতে হবে।
সুত্রঃ যায়যায় দিন / কৃপ্র/এম ইসলাম