কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহীতে গাছে গাছে আসতে শুরু করেছে আমের মুকুল। শীতের তীব্রতা এবার কম থাকায় আমগাছে আগাম মুকুল আসছে বলে জানিয়েছেন গবেষকরা। আগাম মুকুল দেখে আমচাষিদের অনেকে খুশি হলেও বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা ভালো কিছু নয়। এখন ঘন কুয়াশা হলে গাছে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হবে, যা ফলনে প্রভাব ফেলবে।
রাজশাহী ফল গবেষণাগার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর রাজশাহী জেলায় আমের বাগান ছিল ১৬ হাজার ৫৮৩ হেক্টর জমিতে। এবার পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আমচাষিরা জানান, এ মৌসুমে রাজশাহীতে তীব্র শীত নামেনি। তা ছাড়া চলতি পৌষ মাসেও শীতের প্রকোপ ছিল না। ফলে এবারের শীত মৌসুমে তাপমাত্রা ছিল বেশি। এবার এক মাস আগেই জানুয়ারির প্রথম সপ্তাহে কিছু কিছু আমগাছে মুকুল এসেছে। রাজশাহী নগরীর ভেড়িপাড়া, পুলিশ লাইন, মালোপাড়া, মেহেরচণ্ডী ও ভদ্রা আবাসিক এলাকার অধিকাংশ গাছে আমের মুকুলে ভরে গেছে। তবে গ্রামাঞ্চলের বাগানে এখনও সেভাবে আমের মুকুল দেখা যাচ্ছে না।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন বলেন, এবার শীত কম, তাপমাত্রা বেশি। এ জন্য আগাম মুকুল এসেছে। ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে এসব মুকুল ক্ষতিগ্রস্ত হবে। এখনও তাপমাত্রা স্বাভাবিক আছে। তবে আবহাওয়া শেষ পর্যন্ত এমন থাকলে আমের ফলনে কোনো সমস্যা হবে হবে না।
সুত্রঃ সমকাল / কৃপ্র/এম ইসলাম