কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে ১৫ হাজার হেক্টর জমিতে ৪৫ হাজার টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার জেলায় গমের বাম্পার উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)। ডিএই সূত্র জানায়, মোট জমির মধ্যে ৭ হাজার হেক্টর জমিতে প্রদীপ, ৪ হাজার হেক্টরে বিজয়, আড়াই হাজার হেক্টরে শতাব্দী ও দেড় হাজার হেক্টর জমিতে বারি-২৫ জাতের গম চাষের আওতায় আনা হয়েছে।
ডিএই’র উপ-পরিচালক মো. আশরাফ আলী জানান, গম চাষে খরচ কম হওয়ায় গত বছরের তুলনায় এ বছর গমের চাষ বৃদ্ধি পেয়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলার সাবুসপাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ ও সুভাষ চন্দ্র জানান, চলতি বছর এক বিঘা জমিতে কমপক্ষে ১০ মণ গম উৎপাদন হবে। প্রতি মণ গম বিক্রি হবে কমপক্ষে আটশ’ টাকা করে।
কৃষক আবদুল মজিদ জানান, তিনি গত বছর এক বিঘা জমির গম ৮ হাজার টাকায় বিক্রি করেছেন।
ডিএই সূত্র জানায়, জেলায় গমের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া আধুনিক পদ্ধতিতে গমের চাষাবাদের জন্য কৃষকদেরকে প্রশিক্ষণও দিয়েছে কৃষি বিভাগ। সূত্র জানায়, গম ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা খুব খুশি। তারা এ বছর জেলায় গমের বাম্পার উৎপাদনের আশা করছেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম