কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত উচ্চ কমিটির এক সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সভায় আরো বলেন, ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর প্রতিনিয়ত নীচে নেমে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে নদীর পানির ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল সলিড ও তরল বর্জ্য এবং মানব বর্জ্যরে কারণে ঢাকার চারপাশের নদীসমূহের পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এ সকল বর্জ্যেরে কারণে নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
সভায় অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রী ও কমিটির কো-চেয়ারম্যান শাহজাহান খান ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌ-বাহিনী প্রধান এ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাসির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঢাকাকে ক্লিন সিটি করতে হলে ঢাকার চারপাশের নদীসমূহের পানি দূষণমুক্ত করা অত্যন্ত জরুরি। তবে এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সকল নদীর পানি দূষণমুক্ত, পরিষ্কার, স্বচ্ছ ও ব্যবহার উপযোগী রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম