কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অতি দুর্যোগ সহনশীল ও রোগ প্রতিরোধক ফসলের উদ্ভাবন ও উন্নয়ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তারা বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির উদ্ভাবন এখন অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব ব্যাংকের জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. এম জি নিয়োগী বলেন , দুর্যোগ সহনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসলের উদ্ভাবন এবং তা চাষিদের মাঝে জনপ্রিয় করার জন্য গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিভিন্ন ঋতুতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সময়সীমা এখন পরিবর্তিত হয়েছে, ফসলের উৎপাদন বৃদ্ধিতে দুর্যোগ সহনশীল ফসল চাষ করা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই।
বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, জলবায়ুর পরিবর্তন চাষের সকল ক্ষেত্রসহ সর্বত্র প্রভাব ফেলছে। এর কারণে পরিবর্তনগুলো মৌসুমী বৃষ্টিপাত, বন্যা, শুষ্ক মৌসুম, চারা রোপন, ফসল আহরণসহ সকল ক্ষেত্রে প্রভাব পড়ায় উত্তরাঞ্চলে চাষাবাদ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ এর কৃষি ও পরিবেশ সমন্বয়ক মামুনুর রশিদ জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, এর ফলে সেচ, চাষাবাদ, বাস্তুসংস্থান, পরিবেশ ও জীববৈচিত্রের ব্যাপক অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে। এই কারণে বিভিন্ন ধরনের দুর্যোগ সহনশীল ফসল চাষের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)-র হর্টিকালচার বিশেষজ্ঞ খন্দকার মো. মেসবাউল ইসলাম জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আরো বেশি খারাপ হতে পারে, যদি না খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগ সহনশীল ফসলের উৎপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়।
ডিএই-র আঞ্চলিক অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, গত চার দশকে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় এবং বিভিন্ন জলাধার শুকিয়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চলের অবস্থা ব্যাপকভাবে অবনতি হয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জনে দুর্যোগ সহনশীল ফসলের উদ্ভাবনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির উদ্ভাবনে জোর দিতে হবে বলেও জানান তিনি।
আলম আরো জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন উদ্ভাবিত দুর্যোগ সহনশীল ও রোগ প্রতিরোধক বিভিন্ন ফসল চাষ করে চাষিরা ইতোমধ্যেই সাফল্য দেখতে শুরু করেছেন।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম