কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মেহেরপুর জেলার আম বাগানের আমগাছগুলো মুকুলে ভরে গেছে। মুকুলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে আম বাগানগুলো। বাগান মালিক জেলার ১১ হাজার আম চাষির ব্যস্ততা বেড়েছে বাগান পরিচর্যায়। আমগাছে ওষুধ স্প্রেসহ বিভিন্ন ধরনের পরিচর্যায় সময় কাটছে তাদের। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসেই প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল এসে যাবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এ দুই জেলায় আম উৎপাদন বেশি হলেও স্বাদের দিক থেকে মেহেরপুরের আম অনন্য। সুস্বাদু হওয়ায় মেহেরপুরের আমের চাহিদা দেশের সব জেলাতেই ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমের বাগানও বৃদ্ধি পেয়েছে। মেহেরপুরের মুজিবনগর ব্রিটিশ শাসনামলে তৈরি মুজিবনগর আম্রকাননে ১২০০ আমগাছ আছে। ওই বাগানে ১২০০ আমগাছ ১২০০ জাতের।