কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় সব জায়গাতেই অধিকাংশ সময় বিভিন্ন সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি লেগেই থাকে। যে কারনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে ধুলা। দূষিত হচ্ছে বায়ু। এই বায়ু দূষণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৭’ শিরোনামের একটি প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে। বায়ু দূষণের দিক দিয়ে সবার প্রথমে রয়েছে ভারতের দিল্লি।
কৃপ্র/এম ইসলাম