কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মন্ত্রিসভা প্রাণী কল্যাণ আইন-২০১৬’র নীতিগত অনুমোদন নিয়েছে। এই আইনে প্রাণী ,পশু হত্যা, তাদের সাথে নিষ্ঠুর আচরণ ও অতিরিক্ত কঠোর পরিশ্রমে বাধ্য করলে জেল ও জরিমানার বিধান রাখা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯২০ সালের বিদ্যমান নিষ্ঠুরতা আইন্রে পরিবর্তন করে নতুন খসড়া আইনটি প্রণীত হয়েছে। তিনি বলেন, মানুষ ছাড়া মেরুদন্ডী গৃহপালিত ও পোষা প্রাণী এ আইনের আওতামুক্ত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, হত্যা ও তাদেরকে অতিরিক্ত কঠোর পরিশ্রমে বাধ্য করা হলে এ আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, প্রস্তাবিত আইনে প্রাণী হত্যা ও গুরুতর আহতের ক্ষেত্রে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা এবং নিষ্ঠুর আচরণের জন্য ৬ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালক বা তার অনুমোদিত কর্মকর্তা বা পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এ ধরনের অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। তিনি বলেন, সংশ্লিষ্ট দফতরে নিবন্ধন সাপেক্ষে পোষা প্রাণীর লালন-পালন ও প্রজনন ব্যবস্থা প্রাণী বান্ধব হতে হবে।
কৃপ্র/এম ইসলাম