কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাতিরপয়ার গ্রামের আবুল বাশার। ফুলের সৌরভে বদলে গেছে তার জীবন। প্রায় আট বছর যাবত ফুল চাষ করে তিনি ঘুরিয়েছেন নিজের ভাগ্যের চাকা। স্ত্রী আরিফা আক্তার ও একমাত্র ছেলে আল ইমরানকে নিয়ে তার সংসার। ফুল চাষের ছোঁয়ায় বদলে গেছে তাদের জীবনযাত্রার মান। শুধু তাই নয়, বাশারের নার্সারিতে সারা বছর ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
বাশার জানান, প্রায় ৬০ শতাংশ জমিতে তিনি ফুল চাষ করেছেন। তার বাগানে গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ দেশী ও বিদেশী প্রজাতির নানা ফুল রয়েছে। এর মধ্যে গাঁদা, গোলাপ, রজনীগন্ধার ফুলের চাহিদাই বেশী। তিনি জানান, এ জমিতে ফুলচাষে ব্যয় হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার টাকার ফুল বিক্রি করেছেন তিনি। আরো প্রায় ১ লাখ টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছেন।
এই ফুলচাষি জানান, এই পরিমাণ জমিতে ধান চাষ করলে ১২ হাজার টাকা ব্যয়ে সর্বোচ্চ ২৪ হাজার টাকা আয় হত। সেক্ষেত্রে ফুল চাষে লাভ হয় ১০ গুণেরও বেশী। তিনি জানান, উপজেলা শহর এমনকি প্রত্যন্ত অঞ্চলেও ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। শুধু বাশার নন, বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ লাভজনক হওয়ায় বর্তমানে আরও অনেকেই এতে আত্মনিয়োগ করেছেন। এছাড়া অনেকেই ফুল বিপনণেও কাজ করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাদিকুর রহমান জানান, এ উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে তালিকাভুক্ত ফুলচাষি তিনজন। তাদের মধ্যে আবুল বাশার অন্যতম। তবে বর্তমানে ১০ জনের বেশি চাষি ফুল চাষ করেছেন। এছাড়া সৌখিন ফুলচাষির সংখ্যা প্রায় অর্ধশত ছাড়িয়েছে বলে জানান তিনি।
কৃপ্র/ এম ইসলাম