কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। জেলার সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলায় একই দৃশ্য পরিলক্ষিত হয়। দেখা যায়, কৃষকরা জমিতে লাঙ্গল চাষ থেকে শুরু করে বীজ তলা, বীজ রোপন, সেচসহ বিভিন্ন কার্যক্রম চলছে। কোথাও চলছে জমি চাষ, কোথাও সেচ, আবার কোথাও বা শুরু রোপণের কাজ। সদর উপজেলার আস্করপুর ইউপির জামালপুর গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, “কয়েক বছর মার খাওয়ার পর এবার আমন ধানে ভালো দাম পাইছি। এবার নাকি বোরো ধানেও ভালো দাম পাব। সেই আশায় আবাদ শুরু করিছি।”
কৃষকরা বোরো মৌসুমের আবাদ শুরু করেছে। কারণ এটাই জমিতে চাষ থেকে শুরু করে বীজ তোলা ও রোপনের মৌসুম। বীরগঞ্জের সুজালপুরের কৃষক এনামুল হক বলেন , বোরো আবাদে লোকসান হয়েছে। এবার আমনের মতো বোরো ধানেও ভালো দাম পাওয়া যাবে এ আশায় চাষ শুরু করেছি।
কৃষি বিভাগ জানায়, এ বছর দিনাজপুরে ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। চলতি বছর বোরো উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন। সেচ সুবিধা নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ ও পিডিবির সঙ্গে সমন্বয় রক্ষার পাশাপাশি পর্যাপ্ত সার মজুদসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনাজপুর কৃষি অঞ্চলে এবার ২ লাখ ৬৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃপ্র/এম ইসলাম