কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নিরাপদ রফতানি, স্বাস্থ্যসম্মত ও রোগমুক্ত আমের উৎপাদন বাড়াতে এই অঞ্চলের দু’টি জেলার বিভিন্ন আম বাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। বিদেশের বিভিন্ন বাজারে সুস্বাদু ফল হিসেবে খ্যাত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলার আম রফতানির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আম বাগানে এখন ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহার কমেছে।
জেলার বাঘা উপজেলা পরিষদ হল রুমে সোমবার ‘ফ্রুট ব্যাগিং প্রযুক্তির যথাযথ ব্যবহার ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে আম গবেষকরা এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই এলাকার আম চাষীদের জন্য এই সেমিনারের আয়োজন করে। কৃষক আজিজুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উদ্যান গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরাফ উদ্দীন ও মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজনিন সুলতানা ও কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।ড. শরাফ উদ্দীবলেন, বাজারজাতকরণের ব্যাগের আম অধিক সংরক্ষণযোগ্য। তিনি বলেন, এ অঞ্চলে আম প্রধান অর্থকরী ফসল হিসেবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম