কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি ২০১৬-১৭ অর্থ বছরে কৃষি ঋণ প্রদানের হার লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে বলে অনুমান করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘সাম্প্রতিক অর্থ ছাড়ের প্রবণতা থেকে বোঝা যায়, চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’ বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের সকল বিশেষায়িত, রাষ্ট্রায়ত্ত্ব এবং বিদেশী বাণিজ্যিক ব্যাংকসহ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ জুলাই ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত সাতমাসে ৬৯ দশমিক ২৮ শতাংশ কৃষিঋণ ছাড় করেছে।
চলতি অথবছরে, তফসিলি ব্যাংকসমূহের জন্য কৃষি এবং অকৃষি গ্রামীণ ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৫৫০ কোটি টাকা। যা বিগত অর্থ বছরের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ বেশি। এই খাতে বিগত জানুয়ারি মাস পর্যন্ত ১২ হাজার ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ঋণ ছাড় দেয়া হয়েছে। শুভঙ্কর সাহা বলেন, কৃষি ঋণ বিতরণের ব্যাপারে গত দুইবছরে তফসিলি ব্যাংকগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির কারণে দেশ কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে।
তিনি জানান, কৃষি ঋণের অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিমাসেই তফসিলী ব্যাংকগুলোর সাথে একটি সভা করে থাকে। ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ প্রদানের লক্ষামাত্রা ছিল ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা। কিন্তু তা ছাড়িয়ে গিয়ে দাঁড়ায় ১৬ হাজার ৩৭ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে এই ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৫০ কোটি টাকা। কিন্তু তা ছাড়িয়ে গিয়ে দাঁড়ায় ১৫ হাজার ৯৭৮ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে এই ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৪০০ কোটি টাকা। কিন্তু তা ছাড়িয়ে গিয়ে দাঁড়ায় ১৭ হাজার ৬৪৬ কোটি টাকা। অন্যদিকে, চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাংকগুলো ১০ হাজার ৮৫০ কোটি ৫ লাখ টাকা ঋণ আদায় করেছে।
সুত্রঃ বাসস / কৃপ্র/এম ইসলাম