‘আইটি সেক্টরের মতো পোল্ট্রি সেক্টরও সামনের দিকে এগিয়ে চলছে’
কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দশম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবারের পোল্ট্রি প্রদর্শনীতে দেশি-বিদেশি ১৯৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে মোট স্টল রয়েছে ৪৯০টি। বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা তিনদিনব্যাপী এ শো’তে অংশ নিয়েছেন
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে আইটি সেক্টরের মতো পোল্ট্রি সেক্টরও সামনের দিকে এগিয়ে চলছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনার কারণে পোল্ট্রি শিল্পকে রক্ষায় বিভিন্ন ভ্যাকসিন তিনি দেশে নিয়ে এসেছেন। ওনার বিজ্ঞানভিত্তিক চিন্তা-ভাবনার কারণেই আইটি শিল্পের সঙ্গে পোল্ট্রি শিল্প এগিয়ে চলেছে।
তিনি বলেন, বর্তমানে এ খাতে প্রত্যক্ষভাবে ২০ লাখ ও পরোক্ষভাবে আরো ৫০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া দেশের মানুষের জন্য প্রয়োজনীয় প্রাণীজ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে পোল্ট্রি শিল্প। এ শিল্পের অগ্রযাত্রায় সরকার সবধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বর্তমানে পোল্ট্রি শিল্পে ২৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। ২০২১ সালের মধ্যে এ খাতে আরো ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ যোগ হবে।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মতস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি সামছুল আরেফিন খালেদ, বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগের মহা-পরিচালক ড. মোহাম্মাদ আইনুল হক ও অধ্যাপক ড. সত্তার মণ্ডল প্রমুখ।
কৃপ্র/এম ইসলাম