বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: আমের পাউডারী মিলডিউ রোগ (Powdery mildew)
রোগের কারণ ঃ ওইডিয়াম ম্যাঙ্গিফেরী (Oidium mangiferae) নামক ছত্রাক।
রোগের লক্ষন ঃ ডিসেম্বর-মার্চ মাসে পাউডারী রোগের লক্ষন দেখা যায়। কচি পাতা ও পুস্পমঞ্জরীতে পাউডারের মত গুড়া দেখা যায়। সাধারনত মঞ্জরীর শীর্ষে প্রথম আক্রমন সংঘটিত হয়। কালক্রমে তা নীচের দিকে প্রসারিত হয়ে পুস্প কক্ষ, কচি পাতা ও সরু শাখা বা কান্ডকে আক্রমন করে। রোগের ব্যাপক অবস্থায় গাছের আক্রান্ত অংশ সাদা পাউডারে আবৃত হয়ে যায় এবং কচি পাতা, মুকুল ও অপরিনত ফল ঝরে পড়ে। তাছাড়া আক্রান্ত পরিনত আমের চামড়া খসখসে হয় এবং কুঁচকে যায়।
প্রতিকার ঃ ১) আম বাগান পরিস্কার পরিচ্ছন্ন ও আগাছা মুক্ত রাখতে হবে।
২) যদি গাছে তীব্র বেগে পানি স্প্রে করা যায় তবে ৫০% ক্ষতি কমানো সম্ভব।
৩) গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে থিওভিট বা কুমুলাস প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালভাবে ভিজিয়ে একবার স্প্রে করতে হবে। আবার আম গুটি বা মার্বেল আকার ধারণ করলে উপরোক্ত ঔষধ আরও একবার স্প্রে করতে হবে।
৪) সালফারের গুড়া পাউডার প্রতিলিটার পানিতে ২ গ্রাম হিসাবে মিশিয়ে ভালভাবে স্প্রে করতে হবে।
লেখকঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই ,শিবগঞ্জ, বগুড়া।