বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামানঃ আম গাছের আঠা ঝরা (Gummosis) রোগের কারণ Lasiodiplodia theobromae নামক ছত্রাক।
রোগের লক্ষন: ছোট অথবা বড় ডালের গোড়ার বাকল ফেটে আঠা জাতীয় এক প্রকার তরল পদার্থ নিঃসৃত হয়। কোন কোন সময় গাছের গুড়ি থেকেও আঠা বের হতে দেখা যায়। আক্রান্ত ডগা/ডাল মারা যায়। মারাত্মকভাবে আক্রান্ত গাছ অল্প দিনেই মারা যায়।
প্রতিকার
০১। মরা রোগাক্রান্ত আম গাছের ডালপালা নিয়মিত ছাটাই করতে হবে।
২। গাছের গোড়া থেকে ১ মিটার দূরত্বে একটি গোলাকার গর্ত তৈরী করে তাতে এক সপ্তাহ পর পর প্রতি লিটার পানিতে ২ গ্রাম একই ছত্রাকনাশক বাভিষ্টিন (কার্বেনডাজিম) প্রয়োগ করতে হবে।
০৩। আক্রান্ত স্থান চেঁছে ফেলে দিয়ে সেই স্থানে বর্দোপেস্ট (প্রতি লিটার পানিতে ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।
৪। রোগ দেখা মাত্রই প্রতি লিটার পানিতে ২ গ্রাম বাভিষ্টিন (কার্বেনডাজিম) এক সপ্তাহ পর পর স্প্রে করতে হবে।
লেখকঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) ,মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই ,শিবগঞ্জ, বগুড়া।