বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান: আম গাছের পাতায় লাল মরিচা (Red rust)
রোগের কারণঃ সেফালিউরস ভাইরেসসেন্স (Cephaleuros virescens) ও সেফালিউরস প্যারাসাইটিকাস (Cephaleuros parasiticus) নামক শৈবাল।
রোগের লক্ষনঃ প্রধানত পাতায় এ রোগ হয়ে থাকে। পাতায় লাল মরিচা রংয়ের সুস্পষ্ট দাগ পড়ে। দাগগুলি প্রথমে ধূসর সবুজ রং বিশিষ্ট হয়ে থাকে। তবে পরবর্তীতে লালচে বাদামী রং ধারণ করে। দাগগুলি গোলাকৃতির হয় এবং এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে একত্রে মিশে বিভিন্ন আকৃতির দাগের সৃষ্টি করে। দাগগুলি সামান্য উচু হয়ে থাকে এবং দাগের মধ্যে অবস্থিত শৈবাল দেহ অনেকটা মখমলের মত কোমল মনে হয়। পাতার আক্রান্ত অংশের কোষগুলো মরে যায়। প্রচুর পরিমান লাল মরিচা দাগে পাতা আবৃত হলে সালোক-সংশ্লেষনে অসুবিধা হয়। এতে গাছ দূর্বল হয়ে পড়ে এবং ফলন কম হয়। লাল মরিচা দাগ পত্রদন্ড, কচি ডাল ও কান্ডেও দেখা যায়।
প্রতিকারঃ
১) রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমের জাত চাষ করতে হবে।
২) রোগাক্রান্ত ঝরা পাতা সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে।
৩) অপেক্ষাকৃত বেশী দূরত্বে গাছ লাগিয়ে শৈবালের আক্রমন এড়ানো যায়।
৪) কপার জাতীয় ছত্রাকবারক যেমন-কুপ্রাভিট প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১৫ দিন পর পর ২/৩ বার স্প্রে করতে হবে।
লেখকঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব), মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই ,শিবগঞ্জ, বগুড়া।