কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষিই সমৃদ্ধি’এই শ্লোগান নিয়ে সদর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার সকালে মৌলভীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত।
সভায় ১৩০০ জন কৃষকের মধ্যে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন বিষয়ে কৃষকদের সচেতন করতে ও আগ্রহ বাড়াতে মেলায় বসেছে বিভিন্ন ধরনের স্টল।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/এম ইসলাম