‘বাংলাদেশী কৃষি বিজ্ঞানীদের সহায়তা চেয়েছে ভারত’
কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভারতে ছড়িয়ে পরেছে গমের ব্লাস্ট রোগ।আর এ ব্লাস্ট পুরো দক্ষিণ এশিয়ার জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এর আগে ২০১৬ সালে ছত্রাকজনিত এই রোগটি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল। ভারতের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিসিকেভি) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে পশ্চিমবঙ্গে তারা গমের এই ব্লাস্ট রোগের সন্ধান পান। এর থেকে পরিত্রাণ পেতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) বিজ্ঞানীদের কাছে সহযোগিতা চেয়েছে বিসিকেভি।
এ ব্যাপারে বিসিকেভির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক সুনীতা মহাপাত্র বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞানীরা ২০১৬ সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন। কাজেই তাদের সহযোগিতা পেলে আমরা আরো অগ্রগতি সাধন করতে পারবো।’ ২০১৬ সালে বাংলাদেশে এই রোগটি ধরা পড়ার পর থেকে এ নিয়ে গবেষণা করে আসছেন এ দেশের কৃষিবিজ্ঞানীরা। মহাপাত্র জানান, দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও এই রোগটি বিভিন্ন সময়ে ফসলের বড় ধরনের ক্ষতি করেছে। গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশের সীমান্তবর্তী নদিয়া এবং মুর্শিদাবাদের শস্যক্ষেতে ব্লাস্ট রোগের সন্ধান পান। দুই জেলায় কমপক্ষে এক হাজার হেক্টর জমির ফসল ব্লাস্টে আক্রান্ত হয়েছে।
এদিকে বিএসএমআরএইরইউ’র বায়োটেকনোলজি বিভাগের প্রধান মোহাম্মদ তোফাজ্জল ইসলাম জানিয়েছেন, ব্লাস্টের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে ভারতের বিজ্ঞানীদের স্বাগত। তিনি বলেন, ‘আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত।’ প্রসঙ্গত, ১৯৮৫ সালে প্রথম ব্রাজিলে ব্লাস্ট রোগের সন্ধান পাওয়া যায়। ২০১৬ সালে বাংলাদেশের আটটি জেলার গমক্ষেত আক্রান্ত হয় এই রোগে।
সুত্রঃ thedailystar.net / কৃপ্র/এম ইসলাম