কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ লিচুপল্লী হিসেবে খ্যাত মাগুরা জেলা সদরের হাজরাপুর, মিঠাপুর, ইছাখাদা,খালিমপুর, হাজিপুরসহ ৩০ গ্রামে এবার লিচুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষিরা ।এখন মুকুল শেষে ফল ধরতে শুরু করেছে গাছে। প্রায় প্রতিটি গাছে বিপুল পরিমাণ লিচুর ফল দেখা যাচ্ছে। কোনো দুর্যোগ দেখা না দিলে লিচুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষিরা। মাগুরা শহর থেকে ৭ কিলোমিটার দূরত্বে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা পৌঁছিলেই চোখে পড়ে রাস্তার দুপাশে সারি সারি লিচু বাগানের এ মনোরম দৃশ্য।
লিচু চাষে অনেক চাষির ভাগ্য বদলে যাওয়ায় অন্য চাষিরা উৎসাহিত হয়ে এগিয়ে আসায় এ এলাকায় লিচু চাষে বিপ্লব ঘটে। প্রতি বছর এ এলাকায় অনুষ্ঠিত হয় লিচুমেলা। সমাগম হয় বিপুলসংখ্যক মানুষের। মাগুরা সদর উপজেলার হাজরাপুর, রাঘবদাইড়, হাজিপুর ইউনিয়নের মিঠাপুর, ইছাখাদা, খালিমপুর, রাউতাড়া, মির্জাপুর, বামনপুর, আলমখালী, বীরপুর, বেরইল, লক্ষীপুর, আলাইপুর নড়িহাটিসহ ৩০ গ্রামের চাষিরা গত ২১ বছর ধরে বাণিজ্যিক ভিত্তিতে লিচুর আবাদ করে আসছেন। মাগুরার চাষিরা বেদানা, মোজাফ্ফর, চায়না থ্রী ও বোম্বাই জাতের লিচুর চাষ করেন যা খুবই সুস্বাদু ও জনপ্রিয়।
কৃপ্র/এম ইসলাম