কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নরসিংদী এবারের মৌসুমে নরসিংদীতে ব্যাপকভাবে পাটের চাষ করা হয়েছে। গতবছর ভালো দাম পাওয়ায় চাষিরা এবার পাট চাষে বেশি উৎসাহিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)-র তথ্য অনুযায়ী এ বছর ৩৩ হাজার ৯শ ১৪ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৩ হাজার ৪ শ ১১ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।
ডিএই সূত্র জানায়, ১৮ শ ৩৪ হেক্টর জমিতে তোশা পাট, মাস্তা ৩৪ হেক্টরে, কালাপ ৯ শ৭০ হেক্টর জমিতে এবং ৫ শ’ ৭৩ হেক্টর জমিতে স্থানীয় জাতের পাট টাষ করা হয়েছে। গত বছর দাম ভালো পাওয়ায় চাষিরা এ বছর আরো বেশি জমিতে পাট চাষ করছে। ডিএই অর্থকারি ফসল হিসেবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষিদের পাট চাষে উৎসাহিত করছে।
বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন চাষিদের উচ্চ ফলনশীল জাতের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কৃপ্র/এম ইসলাম