কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা এবং পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’ গতকাল বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। তিনি বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত বছরও পহেলা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যের মেনুতে ইলিশ মাছ ছিল না। সরকারি সূত্রে জানা গেছে, জাটকা ও মা ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে গত কয়েক বছরে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ৪ লাখ টনের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।
সুত্র; বাসস/ কৃপ্র/এম ইসলাম