কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রংপুর সহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষকেরা আলুর বাম্পার ফলন পেয়েছে। এ বছর কৃষকেরা ২২ লাখ ২ হাজার টনের বেশী আলু উৎপাদন করেছে।
কৃষি সম্প্রসারণ (ডিএই) জানায়, চলতি বছর রবি মৌসুমে ৫ জেলায় ৯১,৯২১ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ ৩৮ হাজার টন।
তবে কৃষকেরা ১ লাখ ৬ হাজার ১২ হেক্টর জমিতে আলু চাষ করেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬৯১ হেক্টর অথবা ৯ দশমিক ৪৫ শতাংশ বেশী।
ডিএই হাটিকালচার বিশেষজ্ঞ খন্দকার মো. মেজবাহুল ইসলাম বলেন, কৃষকেরা ২২ লাখ ২ হাজার টন আলু উৎপাদন করেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩লাখ ৬০ হাজার টন বেশী।
তিনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এবং অন্যান্য সংস্থা ও বিভাগ কৃষকদের মাঝে মান সম্পন্ন বীজ সরবরাহ অন্যান্য সুবিধা দেয়ায় তা উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক হয়েছে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/এম ইসলাম