কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মাগুরা জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান পাকতে শুরু করেছে। বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। এখন প্রথমদিকে লাগানো ধান কাটা চলছে। ১০ দিনের মধ্যে পুরাদমে কাটা শুরু হবে। জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় বোরা ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।
কৃষকরা জানান, ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ পাকা ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। ধান কাটা শুরু হওয়ায় কৃষি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কৃষি শ্রমিকদের দম ফেলার সময় নেই। এই সময় কৃষি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থান হয়। তারা ভাল মজুরি পান। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয়েছে। এদিকে সরকারীভাবে চাল ও ধানের মূল্যবৃদ্ধি করায় কৃষকরা ধানের নায্যমূল্য পাবেন বলে আশা করছেন।
মাগুরায় এবছর লক্ষ্য মাত্রার তুলনায় ২ হাজার ৮৬৮ হেক্টর বেশি জমিতে বোরো ধানের চাষ করেছে কৃষকরা। জেলায় এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪১ হাজার ৬১২ হেক্টর জমিতে সেখানে চাষ হয়েছে ৪৪ হাজার ৪৮০ হেক্টর জমিতে। এরমধ্যে ৩৬ হাজার ১৩০ হেক্টর উচ্চ ফলনশীল এবং ৮ হাজার ৩৫০ হাইব্রিড ধানের চাষ হয়েছে। যা থেকে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ২৯০ মেট্রিকটন চাল।
কৃপ্র/এম ইসলাম