কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে ভোলায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। এতে দ্বীপ উপজেলা মনপুরাসহ জেলার বিভিন্ন উপজেলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সব ফসলী জমিতে এখন থৈ থৈ পানি। জমির দিকে তাকিয়ে হা-হুতাশ করছেন কৃষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলার সাধারণ কৃষকেরা।
মনপুরা উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রায় ২ হাজার একর জমিতে এবার কৃষকরা রবিশস্যের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। আশানুরুপ লক্ষমাত্রা অর্জনের আশা ছিল তাদের। আর কিছুদিন পরেই ফসল ঘরে তোলার প্রস্তুতি নিতে না নিতেই টানা বর্ষণে সব আশা আর স্বপ্ন যেন মূহুর্তেই বৃষ্টির পানিতে মিলিয়ে গেছে। কৃষকরা ১ হাজার ২ শত একর জমিতে মুগ, ৬শত ৫০ একরে মরিচ, ১ শত একরে বাদাম, ১শত ২০ একরে মিষ্টি আলু এবং ১শত একর জমিতে ফেলন ডালের চাষ করেছেন। এসব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির সন্মূখীন হয়েছেন কৃষকেরা।
এ ব্যাপারে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) গোপীনাথ দাস বলেন, বৃষ্টির পানিতে কৃষকের জমির রবিশস্যের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এটা এখানকার কৃষকদের জন্য অভাবনীয় ক্ষতি বলে জানান তিনি।
কৃপ্র/এম ইসলাম