কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে ৭ দিনে ৫১০ টন মাছ মারা গেছে। রোববার উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা এ তথ্য জানান। খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত হাওর পাড়ের বাসিন্দাদের মাঝে ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে সিলেটের গোলাপগঞ্জের হাওরাঞ্চলে ক্ষেতের ফসল, ঘেরের মাছ ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে হাহাকার করছেন কৃষকরা।
মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, উপজেলায় প্রায় ১০ কোটি টাকার মাছ মারা গেছে। তবে দু’দিন ধরে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় এখন মাছের মড়ক বন্ধ হয়েছে। আগে যেখানে ডিঙ্গাপোতা হাওরের পানিতে অক্সিজেনের মাত্রা ছিল ০.৯- রোববার তা বেড়ে ৪.১৯-এ উন্নীত হয়।
কৃপ্র/এম ইসলাম