কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর দখলমুক্ত হয়েছে যশোরের শার্শা উপজেলার বেতনা নদী। সোমবার থেকে অভিযান চালিয়ে নদীটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। দখলদাররা বেতনা নদীতে ভেড়ি বাঁধ ও পাটা দিয়ে মাছ চাষ করায় প্রতিবছর প্লাবিত হতো স্থানীয় এলাকা। আর ক্ষতিগ্রস্ত হতেন চাষিরা। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে। স্বেচ্ছায় শতাধিক শ্রমিক নদী দখলমুক্ত করতে কাজ করেছেন।
১৯৯৬ সালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছেড়ে বেতনা নদী আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে উপজেলা প্রশাসন। ৪০ কি.মি এ নদী প্রথম বছর উন্মুক্ত থাকলেও পরবর্তীতে শতাধিক ব্যক্তি অবৈধভাবে দখল করে ৬৬ স্থানে ভেড়ীবাঁধ ও পাটা দিয়ে মাছ চাষ শুরু করে। বর্ষাকালে ভেড়ি বাঁধ ও পাটা দেয়ার ফলে পানি নিষ্কাশন হতে না পারায় প্লাবিত হত এলাকা। চাষিরা কষ্টের ফসল ঘরে তুলতে না পেরে বিভিন্ন দপ্তরে আবেদন করলে র্দীঘদিন পর এ অভিযান শুরু হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম জানান, নদীটি দখলমুক্ত হলে এলাকার মানুষ উপকৃত হবে। দখলমুক্ত করতে কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনা হবে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম