কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে গত কয়েক দিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বোরো, শাক-সবজি ও আউশ বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিক স্থানে ব্রিজ ও সড়ক ভেঙে যোগাযোগ বিছিন্ন রয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, বুল্লা, ছাতিয়াইন, আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নে বন্যার পানিতে বোরো, শাক-সবজি ও বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১১ হাজার ২শ হেক্টর বোরো জমির মধ্যে ১২শ ৬০ হেক্টর, শাক-সবজি ১২শ হেক্টরের মধ্যে ৩৫০ হেক্টর ও বীজতলা ১৫০ হেক্টরের মধ্যে ১০০ হেক্টর সম্পূর্ণ তলিয়ে গেছে। তবে যে হারে বৃষ্টি হচ্ছে এভাবে আরো কয়েকদিন চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়া জানান, বন্যার পানির তোড়ে রামনগর ও চেঙ্গার বাজারে সড়ক ভেঙে চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে আন্দিউড়া বহরা ইউনিয়নের একমাত্র সংযোগ সড়ক কুটানিয়া দীঘিরপাড়ে সোনাই নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে । মেওড়াছড়ার উপর নির্মিত কালভার্ট বন্যার পানিতে ভেঙে যাওয়ায় সুরমা গোয়াছনগর দুই গ্রামের জনযোগাযোগ ব্যাহত হচ্ছে। তেলিয়াপাড়া এলাকায় বিআর-২৮ ধান চাষিরা ছত্রাকের আক্রমণের কারণে আশানুরূপ ফসল পাচ্ছে না। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান জানান, ক্ষয়ক্ষতির হিসাব পাঠানো হয়েছে, কুটানিয়া ব্রিজ নির্মাণে জরুরি ব্যবস্থা নেয়া হবে।
কৃপ্র/এম ইসলাম