কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কৃষির উন্নয়নে চীন সরকার বাংলাদেশকে ৬ হাজার ৪টি কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেছে।বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি মোতাবেক এই যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। প্রাপ্ত কৃষি যন্ত্রপাতিসমূহ হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান গত মঙ্গলবার ঢাকার খামারবাড়ির আ কা মু গিয়াস উদ্দিন মিলকীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিং।
১১ কোটি টাকা সমমূল্যের ১৩ ক্যাটাগরির যন্ত্রপাতিগুলোর মধ্যে গ্রেইন কম্বাইন হারভেস্টার ১৮টি, সিড থ্রেসার , সেলার ১৬, হুইলড ট্রাক্টর ১১০, রোটারি টিলার ৫, সিডার মেশিন ,হুইট সিডার ৫, রাইচ ট্রান্সপ্লান্টার (রাইডিং ও ওয়াকিং) ২০, সিডলিং রেইজিং ট্রে ৫০০০, সাবমারসিবল পাম্প ২০, পাওয়ার টিলার, কালটিভেটর ৩০০, স্প্রেয়ার, মিস্ট ডাস্টার ৪০০, সিডার, ১০০ ও থ্রেসার ১০টি রয়েছে। চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় ১৫০ মিলিয়ন আরএমবি ইউয়ান অনুদান প্রদানের লেটার অব এক্সচেঞ্জ প্রাথমিকভাবে ১৬ সেপ্টেম্বর ২০০৮ এবং চূড়ান্তভাবে ২০১৫ ও ২৫ মে ২০১৬ স্বাক্ষরিত হয়।
কৃপ্র/এম ইসলাম