কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ লালমনিরহাটে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েক লাখ মানুষের স্বপ্ন। শুক্রবার রাত সাড়ে ৮টা শুরু হওয়া এই ঝড় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। ঝড়ের কবলে পড়ে হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে। কাঁচা বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। উঠতি বোরো ধানসহ, পাট, সবজি ক্ষেতগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপজেলার মধ্যে আদিতমারী অন্যতম। এছাড়াও সদর ও কালীগঞ্জ উপজেলার কিছু এলাকাও রয়েছে। ক্ষয়-ক্ষতি নির্ণয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ শুরু করেছে।
আদিতমারী উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে কালবৈশাখী ও শিলা বৃষ্টির তাণ্ডব বাদ রয়েছে। হাজার-হাজার গাছপালা উপড়ে পড়ে কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি করেছে। আর উঠতি বোরো ধান ক্ষেতের সব ধানই ঝড়ে পড়েছে। পাট, ভুট্টাসহ সবজি ক্ষেতগুলো এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার বিপ্লব কুমার মোহন্ত জানান, শিলাবৃষ্টির আঘাতে কৃষকের সব কিছুই যেন শেষ হয়ে গেছে। বিশেষ করে উঠতি বোরো ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। আর ভুট্টা ও সবজি ক্ষেতগুলোর অবস্থাও একই রকম।
লালমনিরহাট জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ডিডি) বিধু ভুষন বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণে সংশ্লিষ্ট উপজেলার কৃষি বিভাগগুলো কাজ করছে। কাজ শেষেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্থ এলাকাগুলো দেখতে তিনি বাইরে আছেন। তবে তিনি বলেন, বিশেষ করে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম