কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ হাইব্রিড ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের জন্য চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ও চীনের মধ্যে হাইব্রিড ধানের প্রযুক্তি সহযোগিতা প্রকল্পের প্রতিনিধিদের আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠানে এসব তথ্য জানান আলোচকরা। গত শনিবার দুপুরে কৃষি অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় চীনের চংকিং একাডেমি অব এগ্রিকালচার ও রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শিলাং ঝঙের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাকৃবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলের লি ডং ঝাও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী, সিড সার্টিফিকেশন এজেন্সির পরিচালক মো. ইকবাল, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান।
কৃপ্র/ এম ইসলাম