কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রমিক সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান। আরো বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অটো টেম্পো রিক্সা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সহসভাপতি আমজাদ হোসেন, করিম জুট মিলস্ লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে কর্মক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি প্রদানসহ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সমাবেশ শেষে জাতীয় শ্রমিক ফেডারেশনের মিছিল প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মহান মে দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী রেজা হায়দার।
মহান মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবিসহ ১২ দফা দাবি পেশ করেন। আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ পোশাক শ্রমিকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি তোপখানা রোড ঘুরে আবার প্রেসকলাবে গিয়ে শেষ হয়।
কৃপ্র/এম ইসলাম