কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার হাওর রক্ষা বাঁধের নির্মান ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য পানি উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন— সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. আব্দুল হাই এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীন।
আদেশে বলা হয়েছে, হাওর রক্ষা বাঁধের নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতির ‘গুরুতর অভিযোগ তদন্তের জন্য তদন্তের স্বার্থে’ তাদের বরখাস্ত করা হয়েছে। হাওরের ফসলের ক্ষতির কারণ এবং বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গত ৯ এপ্রিল গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার পুনর্গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
কৃপ্র/এম ইসলাম