কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁ জেলার কৃষকদের আউশ চাষে আগ্রহী করে তুলতে চলতি আউশ মৌসুমে ৯ হাজার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা বাবদ নগদ টাকাসহ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানিয়েছেন জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক প্রণোদনাপ্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৮শ ৭০ জন, রানীনগর উপজেলায় ৭শ ২০ জন, আত্রাই উপজেলায় ৪শ ২০ জন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ২শ ২০ জন, বদলগাছি উপজেলায় ৫শ ২০ জন, সাপাহার উপজেলায় ৭শ ১৫ জন, পোরশা উপজেলায় ৫শ ১৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৯শ ৬৩ জন, মান্দা উপজেলায় ১ হাজার ৫শ ২০ জন, পতœীতলা উপজেলায় ১ হাজার ২০ জন এবং ধামইরহাট উপজেলায় ৭শ ১৫ জন।
প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে এই প্রণোদনা দেয়া হয়েছে। উফশী জাতের আউশ চাষিদের জন প্রতি বীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি করে দেয়া হয়েছে। নেরিকা জাতের আউশ চাষিদের জনপ্রতি বীজ ১০ কেজি এবং আগাছা দমনের জন্য অতিরিক্ত ৪শ টাকা করে দেয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক নগদ টাকাসহ উপদান বাবদ মোট বিতরণকৃত অর্থের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের জন্য ১১ লাখ ৪৯ হাজার ৬২৫ টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, রানীনগর উপজেলায় উফশী জাতের জন্য ৯ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, আত্রাই উপজেলায় উফশী জাতের জন্য ৫ লাখ ৪১ হাজার টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, মহাদেবপুর উপজেলায় উফশী জাতের জন্য ১৬ লাখ ২৩ হাজার টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, বদলগাছি উপজেলায় উফশী জাতের জন্য ৬ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, সাপাহার উপজেলায় উফশী জাতের জন্য ৯ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা ও নেরিকা জাতের জন্য ২৯ হাজার ১৭৫ টাকা, পোরশা উপজেলায় উফশী জাতের জন্য ৬ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা ও নেরিকা জাতের জন্য ২৯ হাজার ১৭৫ টাকা, নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের জন্য ১২ লাখ ৮৪ হাজার ৮৭৫ টাকা ও নেরিকা জাতের জন্য ২৯ হাজার ১৭৫ টাকা, মান্দা উপজেলায় উফশী জাতের জন্য ২০ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা, পতœীতলা উপজেলায় উফশী জাতের জন্য ১৩ লাখ ৫২ হাজার ৫শ টাকা ও নেরিকা জাতের জন্য ৩৮ হাজার ৯শ টাকা এবং ধামইরহাট উপজেলায় উফশী জাতের ৯ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা ও নেরিকা জাতের ২৯ হাজার ১৭৫ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা বলেছেন আউশ চাষে প্রণোদনা দেয়ার ফলে জেলায় আউশ চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। এ বছর জেলায় মোট ৫৮ হাজার ৮শ ৫৪ হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/এম ইসলাম