কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার তিন উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মোজাম্মেল হক দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে আকাশে হঠাৎ ঘন মেঘ দেখা দেয়। এরপর ঝড় আর মেঘের গর্জনের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মহাদেবপুর উপজেলার বিরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) বিদ্যালয়ে ছিল। হঠাৎ বজ্রপাতে আরাফাত মারা যায়। আরাফাত বিরম গ্রামের কবির উদ্দিনের ছেলে।
বজ্রপাতে সদর উপজেলার শরিসপুর গ্রামে হাসেম উদ্দিনের ছেলে কলেজছাত্র রফিকুল ইসলাম (১৬) মারা গেছেন। ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেনসহ (৩৫) ১০ থেকে ১২ জন শ্রমিক বিকেলে গ্রামের মাঠে ধান কাটছিলেন।এ সময় বজ্রপাতে আফজাল হোসেন মারা যান। ঘটনার সময় আরো দুই কৃষক আহত হয়েছে। একই সময় আত্রাই উপজেলায় দর্শণগ্রামে একটি মাঠে ধান কাটার সময় ধান কাটার শ্রমিক রতন হোসেন (২২) এবং মিলন হোসেন (২০) নামে দুইজন মারা গেছেন। নিহত রতন ও মিলন রাজশাহী জেলার বাগমারা উপজেলার স্থীর গ্রামের বাসিন্দা।
কৃপ্র/এম ইসলাম