কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতামূলক কি না, তা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আনতে শুক্রবার বিকেল পর্যন্ত বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তাঁদের সহযোগিতা করছে শরণখোলা উপজেলার বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের দুই-তিন শ লোক। সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
সকাল ১০টার দিকে সুন্দরবনে আগুন লাগার পর এলাকার দুই-তিন শ লোক কলস-বালতি নিয়ে আবদুল্লাহর ছিলায় পাশের খাল থেকে পানি নিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন যাতে বনের ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ঘটনাস্থলের চারপাশে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন তাঁরা। বেলা দুইটার দিকে ডিএডি মাসুদ শেখের নেতৃত্বে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
আগুনে প্রায় তিন একর বনের ছোট গাছপালা ও লতাগুল্ম পুড়েছে বলে আগুন নেভানোর কাজে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে বন বিভাগ দাবি করেছে, দুই একর জায়গা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।