কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোরার সতর্কতা সংকেত গভীর সমুদ্রে থাকা জেলেদের সে খবর জানাতে পারেননি বরগুনার পাথরঘাটার ট্রলার মালিকরা। এ কারণে শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে। বাবা, স্বামী, ভাই ফিরে আসার অপেক্ষায় রাতভর অপেক্ষার পরও ফিরে আসেননি অনেক জেলেই। পাথরঘাটা উপজেলার পদ্মা, হরিণঘাটা, রুহিতা, বাঁদুরতলা, কালমেঘা ও কাকচিড়া এলাকার শতাধিক ট্রলারের কয়েকশ’ জেলের পরিবারের সময় কাটছে গভীর উৎকণ্ঠার মধ্য দিয়ে।
বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। আবার বিশখালী ও বলেশ্বর নদীতে ঘূর্ণিঝড় ‘মোরার’ তেমন প্রভাব পড়েনি। কোনো ট্রলারের ক্ষয়ক্ষতি হয়নি। পাথরঘাটার যে জেলেরা গভীর সমুদ্রে ছিল তারা সুন্দরবন, আলোর কোল, দুবলা, কচিখালী, কটকা এ সব এলাকায় এসেছে। মোরার প্রভাবে সাগর উত্তাল থাকায় তারা বাড়িতে ফিরতে পারেনি। ট্রলার মালিক আবুল হোসেন ফরাজি বলেন, সাগরে এখনো শতাধিক ট্রলার রয়েছে,তবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
কৃপ্র/ এম ইসলাম