ভালো দাম পেয়ে খুশি লিচু বাগানীরা
কৃষি প্রতিক্ষন ডেস্ক : দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হলেও নির্ধারিত সময়ের আগেই লিচু গাছ থেকে নামিয়ে বাজারে বিক্রি করছে বাগানীরা। ক্রেতাদের অভিযোগ, অপরিপক্ব থাকা অবস্থায় লিচু পাড়ায় স্বাদ তেমন পাচ্ছেননা।অবশ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকে লিচু পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। আর বাগানীরাও ভালো দাম পেয়ে খুশি। দিনাজপুরে লিচু বাগানগুলোতে সকল জাতের লিচুর ফলন খুবই ভালো হয়েছে। সুমিষ্ট হওয়ায় চায়না আর বেদানা লিচুর চাহিদা সবচেয়ে বেশি।পবিত্র রমজানের কারণে বাগানীরা এবার আগাম লিচু বিক্রি করায় এবার বাগানীরা অনেক বেশি লাভবান হচ্ছেন। দিনাজপুর থেকে পাইকাররা প্রতিদিন ঢাকাসহ দেশে বিভিন্ন প্রান্তে লিচু পাঠাচ্ছেন। গতবারের তুলনায় এবার লিচুর দাম কিছুটা বেশি হওয়ায় স্থানীয় ক্রেতারা ভালো লিচু কিনতে হিমশিম খাচ্ছেন।কৃষিবিভাগ জানিয়েছে দিনাজপুরে ৪ হাজার ১শ হেক্টর জমিতে এবার ২৫হাজার মেট্রিকটন লিচু উৎপাদিত হয়েছে।
Related Articles
-
-
-