কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নাফনদীর জোয়ারে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজার জেলার উখিয়ার ৩ হাজার একর চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। পালংখালী, আনজুমানপাড়া, রহমতের বিল, নলবনিয়া, ফারির বিল, থাইংখালী ও বালুখালী ঘুরে ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পালংখালী ওয়াকফ এস্টেট ও বিত্তহীন মৎস্যজীবী সমবায় সমিতির নিয়ন্ত্রণে প্রায় ৩ হাজার একর চিংড়ি ঘের রয়েছে।
রপ্তানীযোগ্য চিংড়ি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বালুখালী থেকে পালংখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বেড়িবাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করে দেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড বরাবরে বেশ কয়েকবার আবেদন নিবেদন করার পরও কাজ হয়নি।পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাতে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নাফ নদীর জোয়ারের পানি একাকার হয়ে প্রায় ৩ হাজার একর চিংড়ি ঘের প্লাবিত হয়ে ১০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, তিনি পালংখালীর চিংড়ি ঘের পরিদর্শন করেছেন। নাফনদীর বেড়িবাঁধসহ নানা সমস্যার কারণে এলাকার চিংড়ি চাষীরা প্রতিবছর বছর ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। ফলে রপ্তানীযোগ্য চিংড়ি চাষাবাদের উপর বিরূপ প্রভাব পড়ছে।
সুত্র, ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম