কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
আখের স্মাট রোগের লক্ষণ
• আক্রান্ত আখ গাছের অনেক পাতার মধ্য থেকে চাবুকের মত একটি কয়েক ফুট লম্বা কালো শীষের উৎপত্তি হয়।
• চাবুকের আগার অংশ বাঁকানো হতে পারে।
• প্রথম দিকে কালো শীষটি পাতলা রুপালি ঝিল্লি বা পর্দা দ্বারা ঢাকা থাকে। পর্দার ভিতরে কালো ঝুলকালির মত ব্যাস গুলো স্মার্ট রোগের লক্ষ লক্ষ জীবাণু। এক পর্যায়ে রুপালি পর্দা ফেটে যায় এবং শীষ থেকে অসংখ্য জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে।
• স্মার্ট আক্রান্ত ঝাড়ে সুস্থ গাছের চেয়ে কুশির সংখ্যা অনেক বেশী হয় এবং ঘাসের মত মনে হয়।
স্মাট রোগ প্রতিরোধের উপায়
• রোগ প্রতিরোধ জাতের চাষ করা
• ছত্রাকনাশক ব্যবহার করা
• রোগ জীবাণু মুক্ত বীজ ব্যবহার করা
কৃপ্র/এম ইসলাম