প্রথমবারের মতো ২ কোটি টন বোরো উৎপাদনের আশাবাদ
কৃষি প্রতিক্ষণ রিপোর্ট।।
সাম্প্রতিক সময়ের মধ্যে এ বছর সারাদেশে বোরো ধানের রেকর্ড ফলন হয়েছে। ব্লাস্ট ,শিলাবৃষ্টি, ঝড় সহ নানা দুর্যোগ সত্ত্বেও এবার প্রথমবারের মতো দেশে বোরোর উৎপাদন ২ কোটি টনে গিয়ে দাঁড়াবে বলে আশা করছে কৃষি বিভাগে। সাম্প্রতিক তথ্য বলছে ব্লাস্ট, শিলাবৃষ্টি, ও অন্যান্য দুর্যোগে ফসলের কিছু ক্ষতি হয়েছে। বিপরীতে সারাদেশেই বোরো আবাদের আওতা এবং উৎপাদন বেড়েছে। এখন বড় কোন দুর্যোগ না হলে আর এ আশাবাদ সত্যি হলে দেশে বোরো ধান উৎপাদনে একটি মাইলফলক অর্জিত হবে।
সারাদেশের মতো, এবার হাওড় অঞ্চলের ৭টি জেলায় ধানের আবাদ ও ফলন অনেক বেড়েছে। এ বছর সারাদেশে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৭ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে। কিন্ত সারাদেশে বোরো আবাদ ৪৮ লাখ হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তারা বলছেন, বাজারে চালের উচ্চ মূল্য কৃষকদের বোরো আবাদে আকৃষ্ট করেছে। গত দুই মৌসুমেই ধানের দাম বেশি থাকায় তারা এবার কোন জমিই পতিত রাখেনি।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের বন্যার পর ফসলের মাঠ যেমন উর্বর হয়েছে, তেমনি এবার আবহাওয়াও ছিল বোরো চাষের জন্য অনুকূল। সেই সঙ্গে পানি সরবরাহ স্বাভাবিক ছিল। পাশাপাশি ছয় লাখ কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। যার ফলে এবার শুধু বোরো আবাদই বাড়েনি, ফলনও খুব ভাল হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক বোরোর এই বাম্পার ফলন ঘরে তুলতে সক্ষম হবে।
এখন পর্যন্ত বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলেও সম্প্রতি শিলাবৃষ্টিতে ফসলের কিছু ক্ষতি হয়েছে। এছাড়া দেশের কোন কোন এলাকায় বোরো ধানের ক্ষেত্রে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, শিলাবৃষ্টিতে ক্ষতি খুবই নগন্য। আর এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৪৯৩ হেক্টর জমিতে ব্লাস্ট রোগ দেখ দিয়েছিল। এর মধ্যে ৪৬৯ হেক্টর জমির ব্লাস্ট রোগ গমন করা হয়েছে। বাকি ২৪ হেক্টর জমির ব্লাস্ট রোগ দমনের পর্যায়ে রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুযায়ী, হাওড়াঞ্চলের ৭ জেলায় এবার ৯ লাখ ১৫ হাজার ৯২৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ৭টি জেলায় ৯ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদিত ধানের দাম নিয়েও কৃষকদের মধ্যে স্বস্তি ও অস্বস্তি দুই দেখা যাচ্ছে।
হাওড় ছাড়াও দেশের অন্যান্য স্থানেও আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সারাদেশেই পুরোদমে বোরো কাটা শুরু হবে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
দেশের বোরো উৎপাদন সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন বলেন, এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭ লাখ ২৫ হাজার হেক্টর জমি আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৯০ লাখ ৪১ হাজার টন। কিন্তু বাস্তবে বোরো আওতাও বেড়েছে এবং ফলনও বেশ ভাল হয়েছে। ফলে আমরা আশা করছি, আবহাওয়াসহ সব কিছু ঠিক থাকলে এবার প্রথমবারের মতো দেশে ২ কোটি টন বোরো উৎপাদিত হবে।
কৃপ্র/এম ইসলাম