কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
গোপালগঞ্জ জেলায় লবণ সহিষ্ণু বিনা ধান-১০ জাতের বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ ধান প্রতি হেক্টরে ১০.১০ টন উৎপাদিত হয়েছে।
শনিবার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের মাঠ দিবসে কৃষক টুকু শেখের জমিতে উৎপাদিত বিনা ধান-১০ জাতের ধান কেটে পরিমাপ করে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের উপ-পরিচালক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবি আব্দুল্লাহ।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি সমীর কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রকল্প পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সুত্র, বাসস/ কৃপ্র/এম ইসলাম