‘কৃষকদের সচেতনতার অভাবে এ রোগে আক্রমণ বেশি হয়েছে’
কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নেক ব্লাস্টার রোগে আক্রান্ত ১ একর ৪৩ শতাংশ বোরো ধান ক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ ইছাকুড়ি গ্রামে বোরো ধান মাঠে।
আজ শনিবার বেলা ১১টার দিকে দক্ষিণ ইছাকুড়ি গ্রামের মতিয়ার রহমান চিশতি নামে এক কৃষক তার নিজেস্ব ১ একর ৪৩শতাংশ জমিতে বোরো ধান আবাদ করেন। এ রোগে আক্রান্ত হয়ে তার বোরো ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। তিনি আক্রান্ত ফসলের জমিতে আগুন দিয়ে পুড়িয়ে তিনি প্রতিবাদ জানান।
বন্যার পর এবার ব্লাস্টার রোগে ফসল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন রৌমারী উপজেলার কৃষকরা। বোরো ধান রোপনের শুরুতে ভালো ফসল দেখে কৃষক খুশি হলেও এখন হতাশার ছাপ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুই হাজার হেক্টর বোরো ধানের জমি নেক ব্লাস্টার রোগে আক্রান্ত। ফলে লক্ষ্যমাত্র অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারা বাংলাদেশেই নেক ব্লাস্টার রোগের আক্রমণ হয়েছে। আমারা যথা সাধ্য চেষ্টা করেছি, এ রোগ প্রতিরোধ করা জন্য। কৃষকদের সচেতনতার অভাবে এ রোগে আক্রমণ বেশি হয়েছে।
সুত্র, ইত্তেফাক/ কৃপ্র/এম ইসলাম