কৃষি প্রতিক্ষণ ডেস্ক।।
জয়পুরহাট জেলায় ২০১৭-১৮ রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুণর্বাসন কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫১৮ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০১৭-১৮ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫১৮ জনকে সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে গম চাষে ২ হাজার ২৫০ জন, ভূট্টা চাষে ৭৫০ জন, সরিষা চাষে ৪ হাজার ৫শ জন ও বিটি বেগুন চাষে ১৮ জন।
সহায়তা হিসেবে প্রতিজন কৃষক পেয়েছেন গম চাষের জন্য ২০ কেজি বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি। ভূট্টা চাষের জন্য বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি। সরিষা চাষের জন্য বীজ এক কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি এবং বিটি বেগুন চাষের জন্য ২ গ্রাম বীজসহ ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬ হাজার জনকে সহায়তা প্রদান করা হয় । এরমধ্যে রয়েছে গম চাষে ৫শ জন, বোরো ধান চাষে ৩ হাজার ৫শ জন ও সরিষা ২ হাজার জন। গম চাষের জন্য বীজ ২০ কেজি, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার। বোরো ধান চাষে বীজ ৫ কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি। সরিষা চাষে বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের সফল কর্মসূচী হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচি। প্রতি বছর এ কর্মসূচির আওতা বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
সুত্র, বাসস/ কৃপ্র/এম ইসলাম