কৃষি প্রতিক্ষন ডেস্ক : কৃষিবান্ধব নীতির কারনে আর্ন্তজাতিক পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ । এ কারনে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি পদক দেওয়া হয় বাংলাদেশকে। বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই পুরস্কার গ্রহন করেন । পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদকটি হস্তান্তর করেন ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর সভায় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি পদক দেওয়া হয় বাংলাদেশকে। ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এই পদক আনুষ্ঠানিভাবে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘বিনা’র হাতে তুলে দেন। সেখানে বাংলাদেশের জন্য সার্টিফিকেট, ট্রফি ও এক লাখ ডলার প্রদান করে আইডিবি। কৃষিমন্ত্রী ও সচিব প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন।