সবুজ আলী আপন ।।
লালমনিরহাটে এ বছর শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। আত্মপ্রত্যয়ী এ মৎস্য চাষী সমাজকল্যান প্রতিমন্ত্রী আলহাজ্জ নুরুজ্জামান আহমেদ এর ছোট ভাই ও সাবেক সাংসদ কাশিরাম এলাকার মৃত আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ এর তৃতীয় ছেলে।
তাঁর স্বপ্ন ছিল গ্রামে একটি মৎস্য খামার গড়ে তোলা যার শুধু বাস্তবায়নই নয়, মাছ চাষ করে জাতীয় পুরস্কারও লাভ করেন তিনি। অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। মাছ চাষে সফলতা অর্জন করায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানে তাঁকে ২৮ জুলাই শনিবার পুরস্কার হিসেবে সম্মাননাও প্রদান করা হয়।
ব্যবসা ও রাজনীতির পাশাপাশি মদাতী ইউনিয়নে নিজের ৪ একর জমিতে প্রজেক্টে মাছ চাষ করে লাভবান হওয়ায় তিনি বানিজ্যিক ভাবে শুরু করেন মাছ চাষ। এতে করে এলাকার বেশ কিছু বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তাঁর দেখাদেখি এলাকার আরো অনেকে মাছ চাষ করে বেকারত্ব দুর করছেন। এছাড়াও তিনি রংপুর বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মৎস্যচাষী উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, মৎস্য খামার স্থাপনের ছয় মাস পর থেকেই তিনি মাছ বিক্রি শুরু করেন। উপজেলা মৎস্য অফিসারের পরামর্শে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন। ফলে মাছের বৃদ্ধিও ভালো হচ্ছে। তাঁর স্বপ্ন মাছের খামার আরও প্রসারিত করে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান তৈরী করা। সরকারসহ সকলের সহযোগিতা পেলে তাঁর এ স্বপ্ন সত্যি হবে বলে তিনি আশা করেন।
কৃপ্র/এম ইসলাম