‘কৃষি নির্ভর ছিটমহলবাসীর সমস্যা জমির মালিকানা নির্ধারন’
সবুজ আলী আপন।। লালমনিরহাটে ছিটমহলের বন্দি দশা থেকে মুক্তি পাওয়া কৃষি নির্ভর মানুষগুলোর জমির মালিকানা নির্ধারন এখন মুল সমস্যা হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া অধুনাবিলুপ্ত লালমনিরহাটের ৫৯ টি ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্বসহ নানা উন্নয়নমুখী কাজ বাস্তবায়ন চলছে।
বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ সংযোগ, কমিউনিটি ক্লিনিক স্থাপন, রাস্তাঘাট, সেতু কালভার্ট নির্মাণ, বিদ্যালয় স্থাপন, স্যানিটেশন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা, জাতীয় পরিচয়পত্র প্রদানসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়। এদিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকলেও কৃষি নির্ভর এসব মানুষের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকানা নির্ধারণ।
জানাগেছে জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ৩২৩৮.৭২ একর জমি রয়েছে। এসব জমির মালিকানা সংক্রান্ত খতিয়ান, মাঠ রেকর্ডের পরচা, খারিজের কাগজ না পেয়ে ওয়ারিশদের মাঝে জমির ভাগ বণ্টন বা জরুরি কোনো প্রয়োজনে ক্রয় বা বিক্রয় করতে পারছেন না তারা।ফলে প্রতিনিয়ত নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
লালমনিরহাটের সহকারী সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন গেজেট প্রকাশ সম্পন্ন হলে জমির রেকর্ডগুলো জেলা প্রশাসকের কাছে হন্তান্তর করা হবে। রেকর্ড হন্তান্তর হলে ছিটমহলের বাসিন্দাদের জমি সংক্রান্ত যে সমস্যা আছে তা সমাধান হবে। এদিকে প্রতিবারের ন্যায় ৩১ জুলাই রাত ১২ টা ১মিনিট থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে ছিটমহল বিনিময়ের ৩য় বর্ষপূতি উদযাপন করেছে সংশ্লিষ্টরা।
কৃপ্র/এম ইসলাম