কৃষি প্রতিক্ষন ডেস্ক : এক ধরনের ছত্রাক দ্বারা এই রোগ ছড়ায় বলে জানিয়েছেন, উদ্ভিদ রোগতত্ব বিজ্ঞানী ড. কে, এম, খালেকুজ্জামান।
রোগের বিস্তার: আর্দ্র আবহাওয়া রোগের আক্রমণের জন্য অনুকুল অবস্থার সৃষ্টি করে।
রোগের লক্ষণ: রোগের জীবাণু মুকুলে, কচি ফলে এবং নতুন ডগায় সাদা পাউডারের আবরণ সৃষ্টি করে। দৃশ্যমান সাদা পাউডার প্রকৃত পক্ষে ছত্রাক জালিকা এবং বীজাণুর সমষ্টি। জীবাণু মুকুল থেকে অতিরিক্ত খাদ্যরস শোষণ করার ফলে আক্রান্ত মুকুল শুকিয়ে যায়। ফলের উপর পানি ভেজা দাগ দেখা যায়।
দমন ব্যবস্থাপনা: . পানি স্প্রে করেও রোগের প্রকোপ কমানো সম্ভব। মুকুলে সাদা পাউডারের আবরণ দেখা দিলেই গন্ধকযুক্ত ছত্রাকনাশক (থিওভিট/কুমুলাস/রনোভিট) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১০ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে।
কৃপ্র/এম ইসলাম